অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। কেন্দ্রের আনা নয়া কৃষি আইনের প্রতিবাদে এবার একদিনের প্রতীকী অনশনে বসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার এই ঘোষণা করেছেন কেজরিওয়াল।
তিনি জানিয়েছেন, সোমবার তাঁর সঙ্গেই অনশনে বসবেন আপ কর্মী-সমর্থকরা। এদিকে কৃষক আন্দোলনের পিছনে এবার মাওবাদী যোগের অভিযোগ তুলেছে বিজেপি। কেন্দ্রীয় রেল ও বাণিজ্যমন্ত্রী পিযূষ গয়াল বলেছেন, ‘কৃষকদের আন্দোলন অতি বাম ও মাওবাদীরা হাইজ্যাক করে নিয়েছে।
আলোচনায় বাধা দেওয়ার পিছনে রয়েছে তাদের স্বার্থ।’ ভারতের নয়া কৃষি আইন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘আমি ভারতের কৃষি আইন পড়ে দেখেছি। বুঝেছি, তা ত্রুটিপূর্ণ ও কৃষকদের পক্ষে ক্ষতিকারক।
নয়া আইনে কর্পোরেটদের স্বার্থসিদ্ধি হবে।’ অন্যদিকে আন্দোলনের অঙ্গ হিসেবে রবিবার দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধ করেন কৃষকরা। প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে এই গুরুত্বপূর্ণ হাইওয়ে। পরে বিকেলের দিকে হাইওয়ে আংশিক খুলে দেন কৃষকরা।