অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। নির্বাচনে পরাজয়ের পরেও নিজের হার স্বীকার করতে নারাজ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহজে তিনি জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাইছেন না। তার উপর করে চলেছেন লাগাতার মিথ্যাচার।
নির্বাচনকে প্রহসন বলে তোপ দেগেই চলেছেন তিনি। বারবার সতর্ক ক রেও কোনও লাভ হয়নি। তাই এবার ট্রাম্পের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার। ট্রাম্পের সমস্ত বিতর্কিত টুইটর রিপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই পোস্টগুলিতে আর লাইক বা কমেন্টও করা যাবে না। সার্চ করলেও খুঁজে পাওয়া যাচ্ছে না ট্রাম্পের টুইটগুলি। যদিও টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অসাবধনতাবশত ট্রাম্পের টুইটের ওই অপশনগুলি উঠে গিয়েছে। পরে তা চালু করে দেওয়া হবে।’