অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। পৃথিবীর দীর্ঘতম রাত ধরা হয় ২১ ডিসেম্বরকে। চলতি বছর এ দিনে কয়েকশ’ বছর পর আবার উজ্জ্বল দুটি গ্রহকে একসঙ্গে মিশে যেতে দেখা যাবে। এনবিসি নিউজ জানায়, এ মহাজাগতিক ঘটনা ‘দ্য গ্রেট কনজাংশন অব ২০২০’ নামে পরিচিতি। বছরের সবচেয়ে অন্ধকার এ দিনে বৃহস্পতি ও শনি গ্রহ একসঙ্গে মিলে আসবে, আলো দেবে পৃথিবীকে। জ্যোতির্বিজ্ঞানীরা একে ‘ক্রিসমাস স্টার’ নামে উল্লেখ করেন, যার ধারণা খ্রিষ্টীয় বাইবেলের স্টার অব বেথলেহেম থেকে নেওয়া। অনেকে বিশ্বাস করেন ২ হাজার আগে বর্ণিত তারকারা শুক্র ও বৃহস্পতির যুগলবন্দী ছিল।
বৃহস্পতি-শনিকে দুই দশক পর পর একসঙ্গে দেখা যায়। তবে শনি সূর্যের কাছাকাছিও হওয়ায় তার দেখা পাওয়াই ভার। তবে সামনের ২১ ডিসেম্বর ১৬২৩ সালের পর পৃথিবীর সবচেয়ে নিকটে আসবে, আর ১২২৬ সালের পর সবচেয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করা যাবে। ২০৮০ সালের ১৫ মার্চের আগে এই যুগলবন্দী আর দেখা যাবে না। আমাদের সৌর জগতের যে কোনো তারকার চেয়ে বৃহস্পতি উজ্জ্বল। শনির উজ্জ্বলতা তারকাদের মতোই।
তাদের যত কাছেই দেখা যাক না কেন- পরস্পর থেকে দূরত্ব কিন্তু কয়েক লাখ কিলোমিটার!দুই গ্রহের কক্ষপথ পৃথক। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে বৃহস্পতির লাগে ১২ বছর। অন্যদিকে শনির লাগে ২৯ বছর। যখন দুই গ্রহ একটি অপরটিতে আংশিকভাবে ঢাকা পড়ে তখন যুগলবন্দী ঘটে। তবে বিরল এ দৃশ্যে দুটি গ্রহকে আলাদা করে দেখা মুশকিলই হবে!