স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ১৩ ডিসেম্বর।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ কাঞ্চনপুর মহকুমার দশদা ব্লকের গৌরীশংকরপুরে সম্পতি নিহত শ্রীকান্ত দাসের বাড়িতে যান৷ সেখানে মুখ্যমন্ত্রী নিহত শ্রীকান্ত দাসের প্রতিক’তিতে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷
মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, পুলিশ সুুপার ভানুপদ চক্রবর্তী, কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক চাঁদনি চন্দ্রান, ডি সি এম দিব্যেন্দ দাস প্রমুখ৷ উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা প্রমুখও নিহত শ্রীকান্ত দাসের প্রতিকৃতিতে পুপার্ঘ অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷
সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিহত শ্রীকান্ত দাসের স্ত্রী শীলা দাস, মাতা রীনা দাসের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন৷
মুখ্যমন্ত্রী নিহত শ্রীকান্ত দাসের পরিবারের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং নিহত শ্রীকান্ত দাসের স্ত্রী শীলা দাসের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন৷ মুখ্যমন্ত্রী জানান, প্রশাসন থেকে নিহত শ্রীকান্ত দাসের পরিবারের অন্যান্য সমস্ত রকম সুুযোগ সুুবিধা প্রদানের ক্ষেত্রে সবরকম খোজ খবর নেওয়া হবে ও সহযোগিতার করা হবে৷
তাছাড়াও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ গৌরীশংকরপুরের বাসিন্দা পানিসাগরে রাস্তা অবরোধের সময়ে পায়ে গুলী লেগে আহত গকুল চন্দ্র দাসের বাড়ীতেও যান এবং তাদের পরিবারের সকলের সাথে কথা বলেন৷ আহত গকুল চন্দ্র দাসের চিকিৎসা বাবদ খরচের যাবতীয় ব্যয় সরকার বহন করবে৷ এজন্য প্রয়োজনীয় কাগজ পত্র প্রস্তুত করতে বলেন মুখ্যমন্ত্রী৷