স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ ডিসেম্বর।। রাজধানীর হাপানিয়াস্থিত টি.এম.সি, আইজিএম হাসপাতাল ও জিবি হাসপাতালে রবিবার এক যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। সম্প্রতি রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলিতে রক্তসঙ্কট দেখা দেয়।
তাই সেই রক্ত সঙ্কট দূরীকরণের লক্ষ্যে রবিবার তিনটি হাসপাতালে এক যোগে রক্তদান শিবির করার উদ্যোগ গ্রহণ করেন সাংসদ প্রতিমা ভৌমিক। সেই মতেবেক এইদিন তিনটি হাসপাতালে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এই শিবিরে বহু সাধারন মানুষ এইদিন স্বেচ্ছায় রক্তদান করে। এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন সাংসদ প্রতিমা ভৌমিক।
তিনি জানান রক্তদান মহৎ দান। এইদিন একযোগে তিনটি হাসপাতালে রক্তদান শিবির করা হচ্ছে। তিনটি হাসপাতালে ১৫ থেকে ২০ জন করে রক্তদান করবে। এই প্রক্রিয়া আগামি তিন সপ্তাহ চালিয়ে যাওয়া হবে। এক মাসের একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।
প্রত্যেক রবিবারে ১৫ থেকে ২০ জন করে রক্তদান করবে এই তিনটি হাসপাতালে। সাংসদ প্রতিমা ভৌমিক সকলের প্রতি আহ্বান জানান রক্তদানে এগিয়ে আসার জন্য।