অনলাইন ডেস্ক, ১২ ডিসেম্বর।। আর বেশিদিন চলবে না কৃষক আন্দোলন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আন্দোলন থেমে যাবে। কৃষকরা সরকারের সঙ্গে সমাধান সূত্রে পৌঁছবেন। শনিবার এমনই দাবি করলেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর এদিন চৌতালা জানান, ‘আমি আশাবাদী আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আন্দোলন শেষ হয়ে যাবে। আমি কৃষক প্রতিনিধি। চাই কৃষক স্বার্থ রক্ষিত হোক। কেন্দ্র ইতিবাচক মনোভাব নিয়ে চলছে। আশা করছি সমাধান সূত্র মিলবে।
‘ জানা গিয়েছে, শনিবার কৃষকদের অন্য একটি গোষ্ঠী এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃষি বিল নিয়ে তাদের সমর্থনের চিঠি তাঁর হাতে তুলে দেন। অন্যদিকে, রবিবার ট্রাক্টর নিয়ে দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ে অবরোধ করা হবে বলে আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন। শনিবারই দিল্লিতে যাওয়ার ১১টি রাস্তা অবরোঘ করেন কৃষকরা। এদিন দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দিল্লির বিভিন্ন সীমান্তেও একাধিক টোলপ্লাজা অবরোধ করেন বিক্ষোভকারীরা। বেশকিছু টোলপ্লাজা তারা টোল ফ্রি করেও দেন।
১৪ তারিখ কৃষি আইনের প্রতিবাদে দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ ও বিজেপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ফের কৃষি বিলের পক্ষে সওয়াল করলেও তাকে গুরুত্ব দিতে নারাজ কৃষকরা। অন্যদিকে, এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশকিছু ছবি। যেখানে দেখা যাচ্ছে কৃষকরা অন্দোলনস্থলে ফুট মাসাজ নিচ্ছেন, জিম করছেন, স্যান্ডুইচ খাচ্ছেন। এই নিয়েও শুরু হয়েছে বিতর্ক।