চোখের নিমেষে শেষ হয়ে গেল ৫টি তরতাজা প্রাণ

অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। রাতে ভয়ানক দুর্ঘটনা হায়দরাবাদে৷ চোখের নিমেষে শেষ হয়ে গেল ৫টি তরতাজা প্রাণ৷ ১জন গুরুতর জখম৷ মৃতদের মধ্যে ১জন সফটওয়ার ইঞ্জিনিয়ার৷ দুর্ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গুচিবউলির উইপ্রো সার্কেলে৷ রাত ৩টে নাগাদ হস্টেল থেকে বাইরে আসেন ৫ যুবক৷

জানা গিয়েছে, তাদের নাম কাত্রাগড্ডা সন্তোষ, ভরদ্বাজ, পবন, রোশন, মনোহর৷ স্থানীয় মাধপুরের একটি হস্টেলে থাকতেন তাঁরা৷ রাতের বেলা গুচিবউলির উদ্দেশ্যে রওনা হন সকলে৷ তবে রাতের অন্ধকারে সিগনাল ব্যবস্থা মানতে ভুল হয় তাদের৷

উইপ্রো সার্কেলের সামনে লাল আলো উপেক্ষা করেই দ্রুত গতিতে এগিয়ে আসে তাদের গাড়ি৷ উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এর ফলে রাস্তার ধারে গাড়ি ও ট্রাক উল্টে যায় ও পাশে থাকা একটি পানীয় জলের কল ভেঙে গুড়িয়ে যায়৷ গাড়িটির দুমড়ানো মুচড়নো চেহারা দেখলেই বোঝা যায় যে ভিতরে থাকা যাত্রীদের কী ভয়নক ভাবে মৃত্যু হয়েছে৷

সকলের দেহই প্রায় থেঁতলে গিয়েছে৷ সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, গতির বলি হয়েছে ৫টি তাজা প্রাণ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য স্থানীয় ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ মৃতদের পরিচয় জানা গিয়েছে৷

তাঁদের নাম কাত্রাগাড্ডা সন্তোষ, বাড়ি সাইগাইগুডেমে, দিবারাপল্লি মন্ডল, বাড়ি পশ্চিম গোদাবরী জেলায়৷ তিনি টেক মহিন্দ্রায় সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন৷ এছাড়াও মৃতদের তালিকায় রয়েছেন পূর্ব গোদাবরী জেলার চিন্তা মনোহর, নেলোরের ভেদায়াপালেমের পবন কুমার৷

বিজয়াওয়ারার অজিত সিং নগরের পাপ্পু ভরদ্বাজ৷ অন্যদিকে নেলোর জেলার নাগিশেট্টি রোশন গুরুতর আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন৷ বর্তমানে তাঁর চিকিৎসা চলছে সেখানে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?