অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। বিশ্বে ক্রমশ জটিল হচ্ছে করোনার পরিস্থিতি। রোজ আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে দেখা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ২১ লক্ষে, মৃত্যু হয়েছে ১৬ লাখ ১১ হাজার আক্রান্তের।
এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ৪ লাখের বেশি মানুষ। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রবিবার (১৩ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনায় সারা বিশ্বে মৃত্যু হয়েছে ১৬ লক্ষ ১১ হাজার ৪৯২ জনের। মোট আক্রান্ত ৭ কোটি ২১ লক্ষ ০৩ হাজার ২২৩। বিশ্বে মোট সুস্থ ৫ কোটি ৪ লক্ষ ৮৯ হাজার ১৫০। পরিস্থিতি সামলাতে এখন টিকার অপেক্ষায় গোটা বিশ্ব।
ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকাকে ছাড়পত্র দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই টুইটারে এক ভিডিয়ো পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প জানান, খুব শীঘ্রই ওই টিকার প্রথম ডোজটি পেতে চলেছেন মার্কিন নাগরিক। তাঁর বক্তব্য, ‘২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রথম টিকাটি দেওয়া হতে চলেছে। জরুরি ভিত্তিতে ওই টিকা ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে’।
এদিকে অতিমারীর তালিকায় সবার উপরে রয়েছে আমেরিকা, যে দেশে মৃতের সংখ্যা প্রায় ৩,০৫,০৮২। এর পরে রয়েছে ব্রাজিল, যেখানে কোভিডের বলি এ পর্যন্ত ১,৮১,১৪৩। তৃতীয় স্থানে ভারত, মৃতের সংখ্যা আপাতত ১ লক্ষ ৪৩ হাজার পেরিয়েছে।
কোভিড সংক্রমণের নিরিখেও এক নম্বরে রয়েছে আমেরিকা। ১ কোটি ৬৫ লক্ষের আক্রান্ত ওই দেশেই। আমেরিকার পরেই তালিকায় রয়েছে ভারত। করোনা রোগীর সংখ্যা আপাতত ৯৮ লাখ ছাড়িয়ে গিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে নিশ্চিত করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৬৮ লাখ পেরিয়েছে।