তিন আইপিএস অফিসারকেও ডেপুটেশনে বদলির নির্দেশ

অনলাইন ডেস্ক, ১২ ডিসেম্বর।। ডায়মন্ড হারবার যাওয়ার পথে সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় বাড়ছে কেন্দ্র- রাজ্য সংঘাত। রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে দিল্লিতে তলব করার পর, নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের তিন আইপিএস অফিসারকেও ডেপুটেশনে বদলির নির্দেশ দিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে, এডিজি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র ও ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠীকে ডেপুটেশনে বদলির নির্দেশ দিয়েছে কেন্দ্র।

এই খবর জানাজানি হতেই একটি ছবি টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। জানা গিয়েছে বছর দেড়েক আগে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে ওই ছবিটি পাওয়া গিয়েছে। যেখাবে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন রাজীব মিশ্র। সেই ছবি ও একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে মালব্য লিখেছেন, ‘ডেপুটেশনে ডেকে পাঠানো এই তিন আইপিএসের অন্যতম ১৯৯৬ ব্যাচের এই পুলিশ আধিকারিক মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুয়ে প্রণাম করছেন। অতিরিক্ত ভক্তি।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?