অনলাইন ডেস্ক, ১২ ডিসেম্বর।। শনিবার দুপুরের দিকে আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে হায়দরাবাদের একটি ওষুধ তৈরির কারখানা। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় গোটা কারখানায়।
ঘটনায় সাত জনের আহত হওয়ার খবর মিলেছে, তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, হায়দরাবাদের বোল্লারাম এলাকায় একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে থাকা ওষুধের কারখানাটিতে আগুন লাগে এদিন।
ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন দমকল কর্মীরা। প্রাথমিক অনুমাণ, কারখানার ল্যাবরেটরিতে কোনও রাসয়ানিক তরল থেকে এই বিস্ফোরণ ঘটে। গোটা এলাকা বিস্ফোরণের পর ধোঁয়ার চাদরে ঢেকে যায়। উদ্ধারকার্য চলছে।