স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ ডিসেম্বর।। শনিবার রাজধানী লাগোয়া ডিসি পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়ে নয়া ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক রতন চক্রবর্তী। এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই নয়া বিল্ডিং-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এলাকার সাধারন মানুষের উপস্থিতিও ছিল লক্ষ্যনিয়।
উল্লেখ্য এই নতুন বিল্ডিং নির্মাণের জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৬৭ লক্ষ টাকা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী জানান তিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর যোগাযোগ ব্যবস্থা, পানিয় জল বিদ্যুৎ ও শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সরকার সকল ধরনের সুযোগ সুবিধার সম্প্রসারণ করেছে। বর্তমানে আর মানুষকে আন্দোলন করতে হয় না। আন্দোলনের আগেই মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে যায়।