স্টাফ রিপোর্টার, শাান্তিরবাজার, ১১ ডিসেম্বর৷৷ আজ এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বগাফা বি এস এফ এর ৩১ নং বেটেলিয়ান এর উদ্দ্যোগে ১৯৭১ সালে ভারত পাকিস্তানের যুদ্ধে বীর শহিদের শ্রদ্ধাঞ্জলী জানানো হয়৷
আজকের এই শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি আই জি জামেল আহমেদ, ৬৬ নং বি এস এফ এর কমানডেন্ট দীনেশ কুমার, ৩১ নং বি এস এফ এর কমানডেন্ট রাজীব কুমার, এস ও এস, ও আর এস, বেটেলিয়ামের অন্যান্য আধিকারিকরা৷
আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সম্পর্কে সম্পূর্ন তথ্য সংবাদ মাধ্যমের সামনে জানান ৩১ নং বেটেলিয়াম বি এস এফ এর কমানডেন্ট রাজীব কুমার৷ তিনি জানান আজকের দিনে ১৯৭১ সালে ইন্দু পাক যুদ্ধে ৩১ নং বেটেলিয়ামের ৯ জন জোওয়ান শহীদ হয়েছেন৷ এই বীর শহীদদের আজকে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়৷