অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। এই যুগে আর্থিক স্বচ্ছলতা প্রয়োজন। বিশেষ করে পরিবার নিয়ে বাঁচতে গেলে অর্থের দরকার। তবে অনেকে ভালো রোজগার করলেও টাকা ধরে রাখতে পারেন না। ফলে দারিদ্র্য নেমে আসে জীবনে। জ্যোতিষীদের দাবি মানুষ নিজেই নিজের দুর্দশার কারণ হয়, বিশেষ করে আর্থিক অস্বচ্ছলতার কারণ হয়। তবে কিছু টিপস আছে, যা এই পরিস্থিতি কাটাতে সাহায্য করতে পারে।
খুব সহজ সেই টিপস মেনে চলা কোনও সমস্যার নয়। অথচ এগুলি রোজকার জীবনে প্রায়ই করে থাকি আমরা। এই ভুল পদক্ষেপগুলো শুধরে নিলেই ধনী হওয়ার রাস্তা হাতের মুঠোয়। ভোরবেলা ওঠার অভ্যাস অনেকেরই থাকে। সেটা ত্যাগ করতে হবে। কারণ ভোরবেলা উঠে এমন কিছু কাজ প্রায় অনেকেই করেন, যা সাধারণ মানুষের দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়। তবে সেই অভ্যাস ত্যাগ করতে পারলে বা বদলে ফেলতে পারলে, কোনও সমস্যা ছুঁতে পারে না।
১. ঘুম থেকে উঠেই আয়না দিয়ে নিজেকে দেখতে নেই। বলা হয় এই কাজে মানুষ নিজের দুর্দশা নিজে ডেকে আনে। তাই ঘুম থেকে উঠেই আয়নায় নিজেকে দেখবেন না।
২. ঘুম থেকে উঠে নিজের ছায়া দেখবেন না। অনেক সময় ঘুম থেকে উঠেই নিজের ছায়া দেখতে পাই আমরা। সেদিকে তাকাবেন না।তবে শুধু নিজের নয়, পরিবারের কারোর ছায়াই দেখতে নেই ঘুম থেকে ওঠার পরে।
৩. কোনও শিকারি প্রাণীর দিকে ঘুম থেকে উঠেই তাকাবেন না। তাহলে আপনার জীবনে আর্থিক অস্বচ্ছলতা আসতে বাধ্য। তাই শোবার ঘরে কোনও হিংস্র পশুর ছবি লাগাবেন না। এতে জীবনে নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি চলে আসে।