ফাইজারের টিকার জরুরি ব্যবহারে ছাড়পত্র দিল মার্কিন বিশেষজ্ঞরা

অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। মার্কিন বিশেষজ্ঞদের কাছেও জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র পেল ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। ফাইজের টিকায় সামান্য ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি উপেক্ষা করে টিকায় ছাড়পত্র দেওয়া যায় কি না তা ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ওই বৈঠকে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ফাইজারের টিকার পক্ষে ভোট দেন।
জানা গিয়েছে জরুরি ভিত্তিতে ফাইজারের টিকা ব্যবহারের জন্য কমিটির ১৭ জন সদস্য ভোট দিয়েছেন।

অন্যদিকে ছাড়পত্র দেওয়ার বিপক্ষে মাত্র চারজন ভোট দেন। ইতিমধ্যে ফাইজার ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছেও জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের অনুমতি চেয়েছে। ভারত সরকারের কাছ থেকে অবশ্য এখনও পর্যন্ত সেই অনুমতি মেলেনি। তবে মার্কিন বিশেষজ্ঞরা ফাইজেরকে ছাড়পত্র দেওয়ায় ভারতেও সংস্থার ভ্যাকসিন দ্রুত ছাড়পত্র পাবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গোটা বিশ্বের মধ্যে করোনার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমেরিকার।যে কারণে আমেরিকা দ্রুত ভ্যাকসিন পেতে চাইছে।

বিদায়ের আগে ডোনাল্ড ট্রাম্প সরকার সাতটি করোনা টিকা প্রস্তুতিকে সব ধরনের সমর্থন করছে। এর মধ্যে চারটি রয়েছে চূড়ান্ত বা তৃতীয় দফার পরীক্ষা পর্বে। এই চারটির মধ্যে দু’টি সংস্থা হল ফাইজার এবং মডার্না। এই দুই সংস্থাই মার্কিন বিশেষজ্ঞদের কাছে জরুরী ভিত্তিতে টিকাকরণের অনুমতি চেয়েছিল। ফাইজার শেষ পর্যন্ত সেই অনুমতি পেয়েছে।

মার্কিন বিশেষজ্ঞ কমিটির প্রধান চিকিৎসক পিটার মার্কস জানিয়েছেন, তাঁরা জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, কিন্তু তাতে ভ্যাকসিনের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কোনও আপস করা হয়নি।ফাইজারের পক্ষ থেকে ওই কমিটির কাছে টিকা সংক্রান্ত ১০ হাজার পাতার একটি বিস্তারিত বিবরণ পাঠানো হয়েছিল।

ওই সমস্ত তথ্য খুঁটিয়ে দেখার পরই ফাইজারের টিকায় ছাড়পত্র দেয় মার্কিন বিশেষজ্ঞ কমিটি। আমেরিকার মতোই আরও পাঁচটি দেশ ইতিমধ্যে ফাইজারের টিকায় ছাড়পত্র দিয়েছে। এই পাঁচ দেশ হল ব্রিটেন, বাহরিন, সৌদি আরব ও কানাডা। ভারত এখনও পর্যন্ত ফাইজের টিকা অনুমোদন না করলেও সংস্থার আশা, খুব শীঘ্রই ভারত সরকারও তাদের টিকায় ছাড়পত্র দেবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?