কমলপুর শহরে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে, উদ্বিগ্ন ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার, কমলপুর, ১১ ডিসেম্বর।। ধলাই জেলার কমলপুর শহরে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে।কমলপুর শহরের প্রাণকেন্দ্রে একটি মোবাইল ফোন বিক্রয় কেন্দ্রে চোরের দল হানা দিয়ে প্রচুর পরিমাণ জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে।সংবাদ সূত্রে জানা গেছে গভীর রাতে চোরের দল কমলপুর শহরের একটি মোবাইল ফোনের দোকানে হানা দেয়। সকালবেলা স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে দোকানের মালিককে খবর দেন।খবর পেয়ে দোকানের মালিক ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করে কমলপুর থানার পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া জিনিস পত্র উদ্ধারের কোনো খবর নেই।উল্লেখ্য গত কিছুদিন আগেও কমলপুর শহরে চুরির ঘটনা সংঘটিত হয়।

পরপর কমলপুর শহরের চুরির ঘটনা ঘিরে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।কমলপুর শহর ও শহরতলীর এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট এলাকার জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন তোলা হয়েছে।পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে এই চোরের দল এ ধরনের চুরির ঘটনা পরপর সংঘটিত করেছে বলে অভিযোগ।পুলিশ সক্রিয় থাকলে নিরাপত্তা বলয়ের মধ্যে এ ধরনের চুরির ঘটনা কোনোভাবেই ঘটতে পারত না বলে স্থানীয় জনগণের অভিমত।পরপর এসব চুরির ঘটনার পরও পুলিশ যদি সক্রিয় না হয় তাহলে শহর ও শহরতলীর এলাকার ব্যবসায়ী এবং ওইসব এলাকায় বসবাসকারী জনগণের নিরাপত্তা আরো বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?