অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। নিঃসন্দেহে একে বিস্ময় প্রতিভা বলা যেতেই পারে। অবাক করা এই কাণ্ড ঘটিয়েছে সাত বছরের এক শিশু। তবে এদেশে নয়, কানাডায়। চার ফুট উচ্চতার সাত বছরের এই মেয়ে অনায়াসেই কাঁধে তুলছে ৮০ কেজি ওজন। বিস্ময় প্রতিভা সম্পন্ন এই মেয়ের নাম রোরিভান উলফট। কানাডার এই সাত বছর বয়সি মেয়েটি অন্যদের থেকে আলাদা কিছু নয়। উচ্চতা মাত্র চার ফুট।
ছিপছিপে গড়ন। মুখে সর্বদাই লেগে রয়েছে এক মিষ্টি হাসি। মাত্র সাত বছরের এই মেয়ে ডেট লিফটে তুলতে পারে ৮০ কেজি ওজন। অন্যদিকে স্কোয়াটে তুলতে পারে ৬১ কেজি। বয়স ও উচ্চতা অনুযায়ী এই পরিমাণ ওজন তুলতে পারা এককথায় অস্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর বয়স থেকেই ওয়েট ট্রেনিং শুরু করে রোরি।
আমেরিকার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ১১ বছর ও ১৩ বছরের কম বয়সিদের গ্রুপে ৩০ কেজি বিভাগে সে চ্যাম্পিয়ন হয়েছে। আমেরিকার ইয়ুথ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ইতিহাসে রোরি সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন। আমেরিকার ইলেভেন পাউন্ড লিফটারদের মধ্যে রোরিই সেরা। রোরি বলেছে, সে সব সময় শক্তিশালী হতেই পছন্দ করে। কারণ শক্তিশালী হলে সে যা চেষ্টা করবে তাতেই ভাল ফল করতে পারবে।
তবে সে পিছন দিকে ফিরে তাকাতে রাজি নয়। আবার ভবিষ্যৎ নিয়েও খুব বেশি সময় নষ্ট করতে রাজি নয়। সে বর্তমান নিয়েই চিন্তা করতে পছন্দ করে। অর্থাৎ সে নিজের দৈনন্দিন শরীরচর্চা ও ওজন তোলা প্র্যাকটিস করার কাজটি ঠিক ভাবে চালিয়ে যায়। রোরি আরও জানিয়েছে, সে সবসময় যেটা সামনে আসে সেটাই করার চেষ্টা করে।
সাত বছর বয়স হলেও সোশ্যাল মিডিয়ায় রোরি কিন্তু বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই তার ফলোয়ারের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা সকলেই রোরিকে এককথায় বিস্ময় প্রতিভা আখ্যা দিয়েছেন। এর আগে এত কম বয়সে কখনও কোনও মেয়ে এত ওজন তুলেছে বলে তাঁরা মনে করতে পারছেন না।