স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ ডিসেম্বর।। চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের প্রতি বর্তমান রাজ্য সরকার আন্তরিক। রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে বলেছেন। শূন্যপদ সৃষ্টি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গ্রুফ-সি এবং গ্রুপ-ডি পদে ৫ হাজারের অধিক শূন্যপদ সৃষ্টি করা হয়েছে। তার সাথে ৪ হাজারের মতো শিক্ষক পদে শূন্যপদ সৃষ্টি করা হয়েছে।
সব মিলিয়ে ৯ হাজারের মতো শূন্যপদ রয়েছে। কিন্তু ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা গনঅবস্থান চালিয়ে যাচ্ছে। আন্দোলন করাতে বাধা নেই। যে কেউ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পারে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন আন্দোলন না করে ইন্টার্ভিউর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের কথা মাথায় রেখে শূন্যপদ গুলি সৃষ্টি করা হয়েছে।
কিন্তু বিনা ইন্টার্ভিউতে কাউকে চাকুরি দেওয়া যায়, ভারতবর্ষের কোথাও এমন কোন নিয়ম নেই। কোন সরকার তা করতে পারবে না। ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের চাকুরির ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়্যা হয়েছে। ২০২৩ সাল পর্যন্ত তারা যে কোন পরীক্ষায় বসার সুযোগ পাবে। সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের রায়ে তাদের চাকুরি চলে গেছে। তাদের কোন সরকার চাকুরি থেকে বাদ দেয়নি। তাই তাদের জন্য শূন্যপদ সৃষ্টি করা হয়েছে।
ইন্টার্ভিউ দিলে তাদের মধ্যে অনেকে চাকুরি পেয়ে যাবে। যারা বাদ যাবে তার কথাও সরকারের মাথায় রয়েছে। তারপরও কেউ আন্দোলন করলে কিছু করার নেই। ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের গনঅবস্থান কর্মসূচী নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।