অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। সংক্রমণ-শঙ্কায় এখনও ত্রস্ত চিন। ভয়াবহতা কাটিয়ে ছন্দে ফিরলেও করোনার করাল হাত থেকে পুরোপুরি মুক্তি মেলেনি। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে বাথরুম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে বিমান সেবক-সেবিকাদের ডায়াপার পড়ে কাজের নিদান দিল চিনের এক বিমানসংস্থা। রীতিমতো ৩৮ পাতার বিশেষ নির্দেশিকা জারি করে ওই বিমান সংস্থা।
তাতে পিপিই কিট-সহ ব্যক্তিগত নিরাপত্তার জন্য যে যে সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে, তাতেই কেবিন কর্মীদের ডায়পার পরার নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতেই বলা হয়েছে, করোনার প্রভাব যে অঞ্চলে বেশি সেখানের উদ্দেশ্যে বিমানযাত্রায় কাজ করলে ফ্লাইট অ্যাটেনডেন্টরা যাতে এড়িয়ে চলেন বাথরুম ব্যবহার। কারণ, বাথরুম ব্যবহার করলে সেক্ষেত্রে সংক্রমণের বাড়তি আশঙ্কা থাকে।
এখানেই শেষ নয়, কোভিডের হাত থেকে রেহাই পেতে বিমানের কেবিনকে ক্লিন এরিয়া, বাফার জোন, যাত্রীদের বসার জায়গা এবং কোয়রান্টাইন এলাকা, এই চার ভাগে ভাগ করার নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। বলা হয়েছে, ডিসপোজেবল পর্দা লাগিয়ে প্রত্যেকটি এলাকাকে অন্যটির চেয়ে আলাদা রাখতে হবে। বিমানের শেষের দিকের তিনটি সারি ইমার্জেন্সি কোয়রান্টিন এলাকা হিসেবে চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
ক্রু দের বাড়তি সতর্ক থাকতেও বলা হয়েছে। পাশাপাশি বিমান সেবক-সেবিকাদের মেডিকেল প্রোকেটটিভ মাস্ক, ডাবল লেয়ার মেডিকেল গ্লাভস, গগলস, ডিসপোজেবল ক্যাপ, ডিসপোজেবল জুতোর কভারের মতো একাধিক জিনিস ব্যবহারের কথা বলা হয়েছে নির্দেশিকায়।