স্টাফ রিপোর্টার, খোয়াই, ১১ ডিসেম্বর।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার খোয়াই জেলা ভিত্তিক খেলোয়ারদের ইন্টারভিউ নেওয়া হয় তেলিয়ামুড়াস্থিত অশ্বিনীকুমার স্মৃতি কমিউনিটি হলে। খোয়াই জেলার প্রতিটি ব্লকের পঞ্চায়েত স্তর থেকে খেলোয়াররা এই ইন্টারভিউতে অংশ নেয়। এর মধ্যে অনেক প্রতিভাবান খেলোয়ারও রয়েছে। জানা গেছে প্রতিটি পঞ্চায়েত থেকে একজনকে নির্বাচন করা হবে। ক্রিকেট স্পটার নিয়োগের জন্যই এই ইন্টারভিউ।
এদিন কর্মকর্তাদের বক্তব্য থেকে জানা যায় ইন্টারভিউতে অংশ নেওয়া খেলোয়াড়ের সংখ্যা ১৭০ থেকে ১৮০ জন হবে। ইন্টারভিউ নেওয়ার জন্য অশ্বিনী কুমার স্মৃতি কমিউনিটি হলে উপস্থিত ছিলেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জয় লাল দাস, তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক নন্দন রায়, কোষাধক্ষ্য পরিমল নন্দী সহ অন্যান্যরা।