অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। ‘গরিবের ভগবান’ তকমা পেয়েছেন ইতিমধ্যেই। আর এবার তাঁর কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মান পেলেন সোনু সুদ। এশিয়ার ৫০ জন তারকার মধ্যে শীর্ষস্থান পেলেন তিনি।
সুদকে চলতি বছরে কোভিড-১৯ অতিমারীর মধ্যে সমাজসেবামূলক কাজের জন্য দক্ষিণ এশিয়ার এক নম্বর সেলেব্রিটির সম্মান দিল লন্ডনে ব্রিটিশ সাপ্তাহিক সংবাদপত্র ইস্টার্ন আই। এই সম্মান পেয়েও মাটিতে পা অভিনেতার। তিনি জানিয়েছেন, “ভারতীয় হিসাবে এটা আমার দায়িত্ব ছিল, যা পালন করেছি মাত্র।
আমার মনে হয়, এত মানুষের যে ভালবাসা পেয়েছি, সেটা স্রেফ শুভেচ্ছা, আশীর্বাদ, প্রার্থনার প্রকাশ। আবারও বলি, শেষ নিঃশ্বাস পর্যন্ত থামব না।” চলতি বছরের মার্চ মাস থেকে দেশে করোনা পরিস্থিতি শুরু হয়েছিল। সেই সময় থেকেই পথে নেমে পড়েছিলেন সোনু সুদ। শুরুতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বাড়ি ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকদের দিকে।
তারপরও কখনও কর্মহীন কারও কাজের বন্দোবস্ত করে দিয়েছেন, কখনও অভাবী পড়ুয়ার হাতে তুলে দিয়েছেন স্মার্ট ফোন, কখনও আবার তরুণী চাষিবোনদের হাতে তুলে দিয়েছিলেন ট্রাক্টরের চাবি। অসময়ে মানুষদের পাশে সোনু সুদ দাঁড়িয়ে পড়েছিলেন ‘গরিবের মসিহা’ হয়ে। আর তাঁর সুদূরপ্রসারী প্রচেষ্টাকে স্বীকৃতি দিল ব্রিটিশ সংবাদপত্রটি।