অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। বিশ্ব চলচ্চিত্র জগতে ফের হানা দিল দিল করোনা। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত চিত্র পরিচালক কিম কি-দুক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। কোরিয়ার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী লাটভিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মূলত অন্ধকার জগৎ নিয়ে এক্সপেরিমেন্টাল ছবি করার জন্যই বিখ্যাৎ ছিলেন কিম কি-দুক। তাঁর থ্রি-আয়রন, ক্রোকোডাইল, পিয়েটা, সামারিটান গার্ল, পুসাং, টাইমের মতো একাধিক বিশ্ব বিখ্যাত ছবি বানিয়েছেন তিনি।
প্রায় ২০ বছরের নিজের কর্ম জীবনে কান, বার্লিন, ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। কলকাতা চলচ্চিত্র উৎসবেও একাধিকবার তাঁর নানা বিখ্যাত ছবি প্রদর্শিত হয়েছে।