স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ ডিসেম্বর।। রাজধানী আগরতলা শহরের বটতলা বাজারে হানা দিয়ে পুলিশ আটজন জুয়াড়িকে বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে। সংবাদ সূত্রে জানা গেছে রাজধানী আগরতলা শহরের বটতলা বাজারে প্রতিদিনই জুয়ার আসর বসে। পুলিশের চোখে ধুলো দিয়ে নানা কৌশলে জুয়াড়িরা জুয়ার আসর বসিয়ে আসছিল।আগরতলা পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ এবং বটতলা আউটপোস্ট এর পুলিশকে সঙ্গে নিয়ে বটতলা বাজারে হানা দেন।জুয়া বিরোধী তল্লাশি অভিযান চালাতে গিয়ে আটজন জুয়াড়িকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ।বটতলা বাজারে জুয়া খেলার সময় বিভিন্ন জুয়া খেলার সামগ্রী এবং নগদ টাকাসহ তাদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে আগরতলা পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার জানান বটতলা বাজারে জুয়ার আসর বসে বলে তার কাছে সুনির্দিষ্ট খবর আসে। সেই খবরের ভিত্তিতে বটতলা বাজারে পুলিশকে নিয়ে জুয়া বিরোধী অভিযানে বের হন। অভিযান চালাতে গিয়ে সাফল্য মিলেছে।এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে বটতলা আউটপুটের পুলিশ এবং আগরতলা পশ্চিম থানার পুলিশ জানিয়েছে। উল্লেখ্য এ ধরনের সর্বনাশা জুয়ার কবলে পড়ে বহু ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সর্ব শান্ত হচ্ছে। সে কারণেই পুলিশ এ ধরনের সর্বনাশা জোয়ার বিরুদ্ধে ময়দানে নেমেছে।