স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ ডিসেম্বর।।বড়দিন বা ক্রিস্টমাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। বড়দিন বা ক্রিস্টমাসকে সামনে রেখে বাজারে এসে গেছে বড়দিনের বৃক্ষ, আলোক মালা, স্টার, সান্টাক্লজ সহ অন্যান্য সামগ্রী। রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায় দোকানদাররা এই সকল সামগ্রী সাজিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বসে আছে।
খ্রিস্টান ধর্মাবলম্বীরা ধিরে ধিরে বাজারে ভিড় জমাতে শুরু করেছে। যে যার মতো করে পছন্দমতো স্টার, বড়দিনের বৃক্ষ, আলোক মালা, সান্টাক্লজ ক্রয় করে বারিয়ে নিয়ে যাচ্ছে। এক ব্যবসায়ী জানান করোনা ভাইরাসের প্রকোপের জেরে এই বছর ক্রিসমাসের বাজারে তেমন একটা ভিড় নেই। তবে এই বছর স্টার, বড়দিনের বৃক্ষ, আলোক মালা, সান্টাক্লজের দামটা কিছুটা বেশি।