অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। নতুন কৃষি আইনের প্রেক্ষিতে ফের একবার পদত্যাগ করার হুমকি দিলেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা। শুক্রবার তিনি বলেন, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়া নিশ্চিত করতে না পারলে তিনি পদত্যাগ করবেন। উল্লেখ্য চৌতালা জননায়ক জনতা পার্টি বা জেজেপির প্রধান। জেজেপির সমর্থনে হরিয়ানায় সরকার গড়েছে বিজেপি। জেজেপি যদি সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে হরিয়ানায় বিজেপি সরকার ভেঙে যাবে।অউপমুখ্যমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় বলেন, আমাদের দলের সর্বভারতীয় সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়া নিশ্চিত করতেই হবে। কেন্দ্রীয় সরকার বুধবার কৃষকদের লিখিত প্রতিশ্রুতিতে ন্যূনতম সহায়ক মূল্যের কথা বলেছিল।
আমি এটা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে, যতক্ষণ ক্ষমতায় আছি ততক্ষণ আমি কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করব। যদি আমি আমার প্রতিশ্রুতি রাখতে না পারি তবে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াব। কৃষকদের পাশে দাঁড়াতে তিনি কেন সরকার থেকে সরে আসছেন না? এই প্রশ্নের উত্তরে চৌতলা বলেন, আমার দাদু চৌধুরী দেবিলাল বলতেন, কৃষকরা যদি সরকারের শরিক হয় তবেই সরকার তাদের কথা শোনে। আমি এবং আমার দল মূলত কৃষকদের প্রতিনিধি। তাই সরকারে থেকেই আমি কেন্দ্রের ওপর চাপ তৈরি করছি।
কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আমি প্রতিদিন ফোনে কথা বলছি। কিভাবে কৃষকদের সমস্যার সমাধান করা যায় তা নিয়ে আলোচনা চালাচ্ছি। সরকারে না থাকলে কৃষকের জন্য কেন্দ্রের ওপর কখনওই পর্যাপ্ত চাপ সৃষ্টি করা সম্ভব হবে না। সে কারণেই আমি উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিইনি। আরও কিছুদিন আমি এই চেষ্টা জারি রাখব। কিন্তু শেষ পর্যন্ত যদি কৃষকদের সহায়ক মূল্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে না পারি তবে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে নিশ্চিতভাবেই সরে দাঁড়াব। অন্যদিকে কেন্দ্র এখনও পর্যন্ত দাবি না মানায় কৃষকরা তাদের আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ ডিসেম্বর থেকে তাদের আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে।