অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে গত ১৫ দিন ধরে প্রবল ঠাণ্ডার মধ্যে দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন লক্ষ লক্ষ কৃষক। আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের সঙ্গে চাষীদের বৈঠকে মেলেনি কোনও সমাধান সূত্রে।
এবার আইন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কৃষকরা।কৃষকদের তরফে সুপ্রিম কোর্টে আবেদনে জানানো হয়েছে, শীর্ষ আদালত যেন কেন্দ্রকে নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের জন্য নির্দেশ দেয়।
উল্লেখ্য, কেন্দ্রের আইনকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই একাধিক পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। যার প্রেক্ষিতে কেন্দ্রের জবাব জানতে চেয়েছে শীর্ষ আদালত। শনিবার দিল্লি অবরুদ্ধ করার ডাক দিয়েছেন কৃষকরা।