স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ ডিসেম্বর।। গত ৭ ডিসেম্বর থেকে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের দশম এবং দ্বাদশ শ্রেণীর নিয়মিত ক্লাস শুরু হয়েছে। স্কুলে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস হচ্ছে কিনা তার দেখতে দপ্তর থেকে একটি কমিটি স্কুলগুলি পরিদর্শন করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ রয়েছে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা উভয়কে দৈহিক দুরত্ব মেনে চলতে হবে। ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সকলের শারীরিক তাপমাত্রা পরিক্ষা করতে হবে এবং জীবাণু নাশক সাবান ও জলের ব্যবস্থা রাখার। সপ্তাহে একবার স্কুল জীবাণু মুক্ত করতে হবে।
আর সেইসব স্বাস্থ্যবিধি কতটা গুরুত্ব দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ তার স্বচক্ষে দেখতে সরজমিনে ঢাকঢোল পিটিয়ে বের হলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি স্কুল পরিদর্শনে বের হয়ে দেখেন অধিকাংশ ছাত্রছাত্রী স্কুলগুলিতে অনুপস্থিত। তাই তিনি এদিন দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী হতে ছাত্র-ছাত্রীদের কাছে ফোনে যোগাযোগ করেন। এবং স্কুলে আসার আহ্বান জানানো হয় ছাত্র-ছাত্রীদের। যেসব ছাত্র ছাত্রীর স্কুলে আসতে চাইছে না, তাদের বাড়িতে শিক্ষক-শিক্ষিকাদের যাওয়ার জন্য নির্দেশ দেন মন্ত্রী শ্রীনাথ। কারণ আর কয়েক মাস বাদে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় সেদিকে গুরুত্ব দিয়ে স্কুল খোলা হয়েছে। ৭০ শতাংশ সিলেবাস ছাত্র-ছাত্রীদের কমিয়ে দেওয়া হয়েছে। তাই সমস্ত ছাত্র-ছাত্রীরা যাতে স্কুলে যায় এর জন্য আহ্বান জানান মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি বাণী বিদ্যাপীঠ, রামনগর গার্লস স্কুল, উমাকান্ত স্কুল এবং বয়েজ বোধজং স্কুল পরিদর্শন করেন।