অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। করোনার ভ্যাকসিন আসতে আর বেশি দেরি নেই। এক মাসের মধ্যেই দেশে করোনার ভ্যাকসিন চলে আসবে বলে শুক্রবার জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, উত্তরপ্রদেশে করোনার সংক্রমণ অনেকটাই কমেছে।’হেলদি ইস্টার্ন উত্তরপ্রদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন যোগী।
অনুষ্ঠানের উদ্বোধন করে যোগী বলেন, উত্তরপ্রদেশে করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কমেছে সংক্রমণের হার। আর এক মাসের মধ্যেই দেশে করোনার ভ্যাকসিন চলে আসবে। ভ্যাকসিন এসে গেলে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যাবে। আমেরিকার মতো দেশে যেখানে করোনায় মৃত্যুহার ৮ শতাংশ, সেখানে উত্তরপ্রদেশে করোনায় মৃত্যু হার এক শতাংশের কিছু বেশি। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দাবি করেন, উত্তরপ্রদেশে করোনা পরিস্থিতি যেভাবে মোকাবিলা করা হয়েছে তা গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে। এমনকি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাঁর সরকারের ভূমিকার প্রশংসা করেছে।
প্রসঙ্গত, পক্ষকাল আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতে নিযুক্ত প্রতিনিধি রেডরিক্রো অফরিন বলেছিলেন, করোনা মহামারী মোকাবিলায় উত্তরপ্রদেশ সরকার কন্টাক্ট ট্রেসিংয়ের চেষ্টা উদাহরণযোগ্য। যে কোনও দেশ উত্তরপ্রদেশের এই ভূমিকা অনুসরণ করতে পারে। কারণ করোনার সংক্রমণ প্রতিরোধ করতে গেলে সবার আগে আক্রান্তদের খুঁজে বের করা দরকার।এ জন্য সঠিক পদ্ধতি মেনে চলতে হবে। আর সেই কাজটাই ঠিকমতো করেছে উত্তরপ্রদেশ সরকার।
যোগী এদিন আরও বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মানে কোনও রকম ঢিলেমি দেখানো হবে না। করোনা মোকাবিলায় যে সমস্ত বিধিনিষেধ জারি আছে মানুষকে সেগুলো মেনে চলতে হবে কেউ সেই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। মানুষ ও সরকারের যৌথ প্রচেষ্টাতেই এই মহামারী রোধ করা সম্ভব।