স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১১ ডিসেম্বর।। ধলাই জেলার গন্ডাছড়া রইসাবাড়ি সীমান্তে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিএসএফ জওয়ানরা।জানা যায় বাংলাদেশের খাগড়াছড়ি এলাকা থেকে এক যুবক আন্তর্জাতিক সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে।সীমান্ত ডিঙিয়ে অনুপ্রবেশের সময় সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা তাকে আটক করে। তার কাছ থেকে বাংলাদেশে টাকা সহ অন্যান্য কিছু জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ জওয়ানরা। বিএসএফ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
বেআইনিভাবে অনুপ্রবেশ পড়ায় নির্দিষ্ট হারায় তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ।উল্লেখ্য সীমান্ত অতিক্রম করে প্রায়ই বাংলাদেশ থেকে লোকজন রাজ্যে অনুপ্রবেশ করে চলেছে বলে অভিযোগ। অতি সম্প্রতি কালে রাজ্যে সন্ত্রাসী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। সন্ত্রাসবাদীরা বাংলাদেশে আশ্রয় নিয়ে এ ধরনের কার্যকলাপ সংগঠিত করার পথ প্রশস্ত করছে বলে জানা গেছে। তারা সীমান্ত দিয়ে যাতায়াত করছে বলে পুলিশ ও বিএসএফের কাছে সুনির্দিষ্ট খবর রয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।তবে রইস্যাবাড়ি সীমান্তে আটক যুবকের কাছ থেকে আপত্তিকর কোনো জিনিসপত্র উদ্ধার করা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অনুপ্রবেশ রোধে বিএসএফ জওয়ানদের তৎপরতা আরো বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।