অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। ডায়মন্ড হারবার যাওয়ার পথে বৃহস্পতিবার হামলা চালানো হয়েছিল সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে। হামলা চালানো হয় কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়ের মতো অন্যান্য বিজেপি নেতাদের গাড়িতেও। বিজেপির অভিযোগ তৃণমূল সমর্থকরা এই হামলার নেপথ্যে রয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে নাড্ডা অভিযোগ করেছিলেন, ‘অসহিষ্ণু হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে রাজ্যে নৈরাজ্য চলছে।’ বিজেপি সভাপতি কলকাতায় দাঁড়িয়ে এই মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে হামলা চালানো ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ঘটনায় অভিযোগের তীর বিজেপি কর্মী-সমর্থকদের দিকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লিতে ১৮৩, সাউথ এভিনিউয়ে অভিষেকের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
এক দল লোক জড়ো হয়ে অভিষেকের বাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়ে। কালো কালি লেপে দেওয়া হয় বাড়ির দেওয়ালে এবং নেমপ্লেটে। অন্যদিকে, এদিন হামলা চালানো হয় দিল্লির চানক্যপুরীতে বঙ্গভবনেও। জানা গিয়েছে, রাত দশটা নাগাদ সেখানে একদল লোক জমায়েত হয়ে কালো কালি ছড়াতে থাকে। দেওয়া হয় তৃণমূল্ বিরোধী স্লোগান।