স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ ডিসেম্বর।। মঠচৌমুহনী এলাকার একটি বাড়িতে গতকাল রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।তাতে বাড়ির বসতঘর পুড়ে ছারখার হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকের নাম সজল কৃষ্ণ সাহা। ওই বাড়িতে ভাড়া থাকতেন টোটন দাস নামে এক ব্যক্তি। গতকাল রাতে তিনি সপরিবারে অন্যত্র বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে কোন লোকজন ছিলেন না।পরিবারের লোকজনদের অনুপস্থিতিতেই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বাহিনীর তৎপরতায় আগুন আয়ত্তে আসে। ফলে পার্শ্ববর্তী এলাকার বাড়িঘর অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা ঘটনার তদন্ত শুরু করেছে।