অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। শেষ পর্যন্ত কি অস্ট্রেলিয়া সফরে পাঠানো হবে রোহিত শর্মাকে? সেই প্রশ্নের জবাব এখনও কারও কাছে স্পষ্ট নয়। কিন্তু তাঁকে নিয়ে এত গোপনীয়তা কেন, সেটা সকলের মতো অবাক করে দিয়েছে শচীন তেন্ডুলকরকেও।
কিংবদন্তি ক্রিকেটার মনে করেন, রোহিত যদি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়ে থাকেন, তা হলে তাঁকে অবশ্যই অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া উচিত। একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শচীন বলেছেন, “রোহিতের ফিটনেস কোন জায়গায় রয়েছে, সেটা আমিও স্পষ্ট করে বলতে পারব না। এটা একমাত্র জানে রোহিত এবং বিসিসিআই।
আর জানতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওরাই তা নিয়ে স্পষ্ট উত্তরটা দিতে পারে। তবে আমি বলব, রোহিত যদি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়ে থাকে, তা হলে ওকে এখনই অস্ট্রেলিয়ায় পাঠানো দরকার। ওর মতো ব্যাটসম্যান ভারতীয় দলে থাকলে সকলেই উপকৃত হবে।”চোটের কারণে রোহিতের মতো ইশান্ত শর্মাকেও ফিটনেস পরীক্ষা দিতে হচ্ছে। তবে দিল্লি পেসার সম্পর্কে যা শোনা গিয়েছে তাতে তাঁর পক্ষে এই টেস্ট সিরিজে খেলার তেমন কোনও সম্ভাবনাই নেই।
সে ক্ষেত্রে কি তামিলনাড়ুর নবাগত বাঁহাতি পেসার টি নটরাজনকে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের সঙ্গে রেখে দেওয়া যেতে পারে? শচীন বলেছেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে নটরাজন দারুণ বোলিং করেছে। তবে ওকে দলের সঙ্গে রাখার দরকার আছে কি না, সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা। ওরাই তো সবচেয়ে ভাল জায়গায় রয়েছে বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে। আমি নির্বাচনী প্রক্রিয়ায় কোনও প্রভাব খাটানোর পক্ষপাতী নই।”
তবে শচীন মানছেন, টেস্ট সিরিজের শুরুতে গোলাপি বল দিনরাতের টেস্ট ভারতীয় দলের কাছে অস্বস্তির কারণ হতে পারে। তিনি বলেছেন, “করোনার কারণে সকলেই কমপক্ষে ছয় মাস ক্রিকেট খেলেনি। তার পরে মাঠে নেমে খেলল আইপিএল। টি-টোয়েন্টি ক্রিকেটের বৃত্ত থেকে বেরিয়ে টেস্ট ম্যাচের বৃত্তে ঢুকে পড়াটা বেশ কঠিন।
তার উপরে শুরুতেই গোলাপি বলের টেস্ট খেলাটা সহজ হবে না। আমি মনে করি, তৃতীয় অথবা চতুর্থ টেস্টটা গোলাপি বলের হলে সকলের পক্ষেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হত। দিনরাতের টেস্ট শুরুর সময়টা সকলের পক্ষে খুব সহজে মানিয়ে নেওয়া সহজ হয় না। তবে কিছু করার নেই। শুরু থেকেই লড়াই করতে হবে।”