স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৯ ডিসেম্বর।। মৌমাছির কামড়ে আহত হয়েছেন তিনজন। তারা একই পরিবারের। স্বামী স্ত্রী সহ এক সন্তান। আহতরা হলেন রাসেল মিয়া (৪৩), পিংকুয়ারা বেগম (৩৪)এবং জামাল মিয়া(১৪) । বুধবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা বিশালগড় থানাধীন নবীনগর ঢাকার বাড়ি এলাকায়। এলাকায় প্রত্যক্ষদর্শীদের খবরে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
আহতদের মাথায়, পিঠে, কোমরে এবং পায়ে বিষাক্ত বিষ মিশিয়ে দেয় মৌমাছিরা। জানা গেছে এদিন বাড়ির কাছে জমির পাকা ধান কাটতে গিয়ে মৌমাছির কামড়ে আহত হয়েছেন তারা। জমি লাগোয়া একটি গাছের যাক থেকে মৌমাছিরা উড়ে এসে তাদের কামড়াতে শুরু করে। তবে ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে পাঠাতে সাহায্য করে প্রত্যক্ষদর্শীরা।একজনের অবস্থা খুবই মর্মান্তিক বলে জানা গেছে।