নতুন সংসদ ভবন আত্মনির্ভর ভারতের দলিল হিসেবে থেকে যাবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। আজ এক ঐতিহাসিক দিন। বর্তমান সংসদ ভবন যদি স্বাধীনতার পর থেকে দেশকে নতুন দিশা দেখিয়ে থাকে তাহলে নতুন সংসদ ভবন আত্মনির্ভর ভারতের দলিল হিসেবে থেকে যাবে। বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশিষ্ট শিল্পপতি রতন টাটা, বেশ কয়েকজন রাষ্ট্রদূত এবং মন্ত্রী ও সাংসদদের উপস্থিতিতে নির্ধারিত সূচি নেই প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী এদিন বক্তব্য পেশ করতে গিয়ে কিছুটা স্মৃতিমেদুর হয়ে পড়েন। তিনি বলেন, এই গণতন্ত্রের মন্দিরে যেদিন আমি প্রথম এসেছিলাম সেই দিনটা আমার কাছে চিরস্মরণীয়। তবে এই ভবনটি অনেকবার সংস্কার করা হয়েছে। বয়সজনিত কারণেই এই ভবনটির কার্যক্ষমতা কমেছে।

অর্থাৎ এর মেয়াদ শেষ হয়েছে। তাই বর্তমান সংসদ ভবনের বিশ্রাম দরকার।  নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ হলে পুরনো সংসদ ভবনের সংস্কার করা হবে। পুরনো সংসদ ভবনটিকে নতুন করে সাজিয়ে-গুছিয়ে সংগ্রহশালা গড়ে তোলা হবে। আমরা যে আত্মনির্ভর ভারত গঠনের ডাক দিয়েছি নতুন সংসদ ভবন হবে তার প্রতীক। আমরা চাই, পরাধীনতার সব স্মৃতি মুছে ফেলতে। আমাদের একমাত্র লক্ষ্য হল, সামনের দিকে এগিয়ে যাওয়া। সেজন্যই নতুন সংসদ ভবন তৈরির সিদ্ধান্ত। তাছাড়া আগামী দিনে সংসদের উভয় কক্ষের সদস্য সংখ্যা বাড়বে। কিন্তু সদস্য সংখ্যা বাড়লে বর্তমান সংসদ ভবনে তাঁদের বসতে দেওয়ার জায়গা নেই। সে কারণেই নতুন সংসদ ভবন গঠন জরুরি হয়ে পড়েছিল। সে কারণেই গড়ে তোলা হচ্ছে নতুন সংসদ ভবন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?