অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। প্রয়াত কথক ও কথাকলি খ্যাত আসতাদ দাবু। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। গতবছর ক্যানসার ধরা পড়ে তাঁর। তাঁর পরিবারের পক্ষ থেকে এদিন সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে। পশ্চিমী নাচের ঘরানার ভারতীয়করণ ঘটিয়ে নৃত্যশিল্পী আসতাদ খ্যাতি কুড়িয়েছিলেন দেশজোড়া। বিদেশের মাটিতেও তিনি ছিলেন একইরকম প্রসিদ্ধ। একসময় আসতাদের নাচকে অতিরিক্ত পশ্চিমী নৃত্যভঙ্গি প্রভাবিত বলে তকমা দেওয়া হয়েছিল। যার জেরে নিজের নৃত্য পরিবেশনের ধরণ বদলে পশ্চিমী নৃত্যে ভারতীয় ধারার অনন্য এক সংমিশ্রণ ঘটিয়েছিলেন তিনি।
তাঁর প্রয়াণে শোকস্তবদ্ধ সংস্কৃতি মহল। ১৯৪৭ সালে ১৩ জুলাই গুজরাটের জন্মগ্রহণ করেন আসতাদ। মণিরত্নম, বিশাল ভরদ্বাজের মতো পরিচালকের সিনেমায় কোরিওগ্রাফারের কাজ করেন তিনি। নাচে তাঁর অবদানের জন্য ২০০৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। এছাড়াও সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার-সহ একাধিক পুরস্কারে ভূষিত হন।