অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। কথায় বলে অন্ধকারে আলোর দিশা। বিজেপির পক্ষে অনেকটা তেমনই পরিস্থিতি তৈরি হল। দেশজুড়ে চলা কৃষকদের প্রতিবাদ ও বিক্ষোভ আন্দোলনের জেরে ইতিমধ্যেই এনডিএ-র এক শরিক বিজেপিকে ছেড়ে গিয়েছে। একাধিক নির্দল বিধায়ক হরিয়ানা সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এমনকি, কেন্দ্রে আরও দুই শরিক দল এনডিএ থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে। এরই মধ্যে হঠাৎই কৃষি আইন ইস্যুতে বিজেপিকে সমর্থন করল জেডিএস। জিডিএসের এই অবস্থান বদলে অবাক রাজনৈতিক মহল। কর্নাটকে জেডিএস হল কংগ্রেসের অন্যতম শরিক।
জিডিএসের এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। দেশজুড়ে চলা কৃষক আন্দোলনে প্রথম থেকেই সামিল কংগ্রেস। কর্নাটকে কংগ্রেসের সঙ্গে এক হয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিল জেডিএস। দু’দিন আগে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন জিডিএস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। তবে সকলকে অবাক করে দিয়ে বৃহস্পতিবার কৃষক আইন নিয়ে বিজেপিকে সমর্থন করেন কুমারস্বামী।
কেন্দ্রকে সমর্থন করে কুমারস্বামী বলেন, এই কৃষকরা এক ধরনের ব্যবসায়ী। এরা নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। তাই সমগ্র দেশের কৃষকদের কথা না ভেবে এরা শুধু নিজেদের কথাই ভাবছে। কুমারস্বামীর এই মন্তব্যের পর যথারীতি কংগ্রেস তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেছে। পাশাপাশি জেডিএস সমর্থকরাও কুমারস্বামীর এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। কারণ জিডিএসের সঙ্গে কর্নাটকে কৃষকদের সম্পর্ক যথেষ্টই মধুর। সেখানে কিভাবে দলের নেতা কৃষি আইন নিয়ে বিজেপিকে সমর্থন করলেন সেটা তাঁরা বুঝতে পারছেন না।