অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। করোনাজনিত পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এই মারণ রোগের কোনও ওষুধ বা ভ্যাকসিন এখনও দেশের বাজারে আসেনি। সংক্রমণ রুখতে এক সময় লকডাউন জারি করা হয়েছিল দেশে। লকডাউন উঠলেও সংক্রমণ রুখতে জারি করা হয়েছে একাধিক বিধি-নিষেধ। ওই সমস্ত বিধি-নিষেধ এখনও বলবৎ আছে। এই অবস্থায় ২০২১-এর নিট পরীক্ষা হবে কিনা তা নিয়ে পড়ুয়াদের মধ্যে ক্রমশই উদ্বেগ বাড়ছিল। শোনা যাচ্ছিল প্রয়োজনে এই পরীক্ষা বাতিল করতে পারে সরকার।
পড়ুয়াদের উদ্বেগ কাটাতে বৃহস্পতিবার মুখ খুললেন খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল। মন্ত্রী জানিয়ে দিলেন, ২০২১-এর নিট পরীক্ষা বাতিল হচ্ছে না। উল্লেখ্য, নিট পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মতামত জানতে শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করেছিল কেন্দ্র। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও পড়ুয়াদের নিট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করতে বলা হয়েছিল। জানানো হয়েছিল, শিক্ষামন্ত্রী নিজেই ওই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ কিছুদিন কথা বলার পর বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী তাঁর সিদ্ধান্ত ঘোষণা করেন। রমেশ জানান, ২০২১-এর নিট পরীক্ষা বাতিলের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আপাতত পরীক্ষা যথাসময়েই হবে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি ঠিকই, তবে বিভিন্ন নিয়ম-কানুন মেনে পরীক্ষা নেওয়া যেতেই পারে। সে কারণেই পরীক্ষা বাতিলের কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। হাতে এখনও অনেক সময় আছে। তাই তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। তাছাড়া নিট পরীক্ষা বাতিল হলে সেটা ছাত্র এবং দেশের জন্য অনেক বড় ক্ষতি হবে। একই সঙ্গে মন্ত্রী জানান, জেইই মেইন এবং নিট পরীক্ষার সিলেবাস কোনও কাটছাঁট করা হয়নি।