শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলাল ছাত্র-ছাত্রি ও অভিভাবকরা

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১০ ডিসেম্বর।। শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলাল ছাত্র-ছাত্রি ও অভিভাবকরা। ঘটনা বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের পান্ডবপুর স্কুলে। ঘটনার বিরবনে জানা জায়্য সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাসকে অন্যত্র বদলির নির্দেশ আসে দপ্তর থেকে। এই বিষয়ে ছাত্র-ছাত্রি ও অভিভাবকরা জানার পর ক্ষোভে ফেটে পড়ে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রি ও অভিভাবকদের দাবি শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাসকে অন্যত্র বদলি করা যাবে না।

এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিবাবকরা বিদ্যালয়েৱ কক্ষে শিক্ষকদের ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেয় এবং ফুলতলী- আগরতলা মূল সড়ক অবরোধে সামিল হয় তারা। তাদের দাবি শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাসের বদলির নির্দেশ প্রত্যাহার করা না হলে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?