ফাঁসিতে আত্নঘাতী ষাটোর্ধ্ব এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম সুশেন্দ্র নাথ।ঘটনা কদমতলা থানাধীন সরসপুরের আমটিল্লা এলাকায়। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে কদমতলা থানার পুলিশ। রুজু করেছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা। উত্তর জেলার কদমতলা থানা এলাকার আমটিল্লা এলাকায় ষাটোর্ধ্ব এক ব্যক্তির ফাঁসি লেগে আত্মঘাতী হওয়ার ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে সরসপুর গ্রাম পঞ্চায়েতের আমটিল্লা এলাকার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুশেন্দ্র নাথ(৬০) পিতা-মৃত বিহারী নাথকে আজ কাকভোরে পরিবারের লোকজন ঘরে না পেয়ে এদিক-ওদিক খুঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষন খুজাখুজির পর বাড়ির পাশের একটি গাছের ডালে গলায় গামছা দিয়ে ফাঁসি দেওয়া অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।
তড়িঘড়ি খবর দেওয়া হয় কদমতলা থানাকে। কদমতলা থানার সাব-ইন্সপেক্টর বুদ্ধিমান দেববর্মা পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে আসেন। তারপর ময়নাতদন্তের পর সুশেন্দ্র নাথের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয় কদমতলা থানার পুলিশ। পাশাপাশি কদমতলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। এদিকে মৃত সুশেন্দ্র নাথের ছেলে জানায়, ইদানিংকালে তাদের পরিবারে কোন ধরনের কলহ ছিল না। প্রতিদিনের মতো গতকাল রাত্রিবেলা রাতের খাবার খেয়ে হাসিখুশি সকলেই নিজ নিজ বিছানায় চলে গিয়েছিলো।
কিন্তু কাকভোরে নিজ পিতার নড়াচড়া না পেয়ে খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশের একটি গাছের ডালে ফাঁসি লাগা অবস্থায় দেখতে পেয়ে হতবাক গোটা পরিবার। এখন পর্যন্ত পরিবারের সকল সদস্য সুশেন্দ্র নাথের ফাঁসি লেগে আত্মহত্যার কারণ বুঝে উঠতে পারেনি। তবে পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। অপরদিকে ষাটোর্ধ্ব ব্যক্তি ফাঁসি লেগে আত্মঘাতী হওয়ার ঘটনায় গোটা সরসপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।