খিদের জ্বালায় বসতঘর বিক্রি করে দিলেন ছয় সন্তানের জনক রাম

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর।। বর্তমান সময়ে করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও পাহাড়ে যে খাদ্যের সংকট চলছে সেটা অস্বীকার করার মত কিছুই নেই। খিদের জ্বালায় সরকার থেকে পাওয়া নিজের বসত ঘরটি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হল এক জনজাতি পরিবার। ঘটনা খােয়াই জেলার তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত আঠারমুড়া এডিসি ভিলেজের গুচ্ছগ্রাম রাই হামচা পাড়ায়। জানা যায় ওই এলাকার রাম রিয়াং বর্তমান রাম আমলে নিজের ভিটেমাটির ইন্দিরা আবাস যােজনার ঘরটি খিদের জ্বালায় ৩৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে এক প্রকার বনবাসে যাওয়ার পালা। ইতিহাসের রামচন্দ্র রাজ সিংহাসন ত্যাগ করে যখন বনবাসে গিয়েছিল তখন হয়তােবা রামকে দেখার মত নিষ্ঠাবান ভাই লক্ষণ এবং উনার একমাত্র স্ত্রী সীতাকে সঙ্গী হিসেবে পেয়েছিলেন।

কিন্তু বর্তমানের রাম যখন সরকার প্রদত্ত একমাত্র নিজের বসত ঘরটি খিদের জ্বালায় বিক্রি করে অন্যত্র চলে যাবেন বা গভীর প্রত্যন্তে হারিয়ে যাবেন তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে হয়তােবা তার পাশে দাঁড়ানাের মত কেউ থাকবে কিনা তা সন্দিহান। রাম রিয়াং স্পষ্ট ভাষায় জানায় করোনা পরিস্থিতিতে কোন প্রকার কাজকর্মই ওর ছিলনা। বর্তমানে ৬ জন সন্তানদের নিয়ে অসুস্থ অবস্থায় কোন প্রকার কাজ করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই খিদের জ্বালা মেটাতে এবং সন্তানদের মুখে অন্ন তুলে দিতেই তার একমাত্র বসতঘরটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। শুধু তাই নয় খিদের জ্বালায় নিজের রেশন কার্ড বন্ধক সহ অনেক ইতিহাস সাক্ষী আছে এই আঠারমুড়া। হয়তাে বা খোঁজ নিলে আরাে এমন অনেক গ্রামের সন্তান পাওয়া যাবে এই এলাকায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?