নয়া জাতীয় শিক্ষানীতিতে প্রাক প্রাথমিক শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ ডিসেম্বর।। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুর মহকুমাস্থিত চন্দ্রমোহন সরকার পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত পাকা ভবনের দ্বারোদঘাটন করেন৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত দ্বারোদঘাটন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শ্রীনাথ বলেন, সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র৷ কারণ সেখানে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মা ও শিশু নার্সিং পায়৷ তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সুুন্দর ও স্বাস্থ্যকর করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে৷ তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিষেবা পূর্বের তুলনায় আরও বাড়ানো হয়েছে৷ আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুধু চাল, ডাল, ডিম ও সয়াবিন দেওয়া হতো৷

এখন সেসবের সাথে চিড়া, গুড় ও সুুজিও দেওয়া হয়৷ তাছাড়া প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এল পি জি গ্যাসের সুুযোগ ও চুল্লিও দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, কেন্দ্রীয় নয়া জাতীয় শিক্ষানীতিতে প্রাক প্রাথমিক শিক্ষাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে৷ কারণ এই শিক্ষাঙ্গনই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টির মূল ভিত্তি৷ তিনি বলেন, এখানে শিশুদের শাসন করে নয়, ভালোবেসে যত্ন সহকারে খেলাধূলার মাধ্যমে শিক্ষা দিতে হবে৷ বক্তব্যে তিনি মোহনপুর এলাকার উন্নয়ন প্রসঙ্গে বলেন, আগামী দিনে মোহনপুর মহকুমা শহরকে সুুন্দরভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এই পরিকল্পনার মধ্যে রয়েছে পরিশ্রত পানীয় জল সরবরাহ, বিদ্যৎ পরিষেবা উন্নয়ন, পাকা রাস্তা, ড্রেন ও পুকুর সংস্কার, জিমন্যাস্ট হল ও আধুনিক টাউন হল নির্মাণ, সুুইমিং পুল ও শিশুদের পার্ক তৈরি এবং স্বাস্থ্য সম্মত অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন৷

সবকিছুই তৈরি হবে শিশুদের উন্নত মানসিকতায় এগিয়ে নিয়ে যাওয়ার দিকে লক্ষ্য রেখে৷ সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন মতিলাল দাস৷ সভাপতিত্ব করেন মোহনপুর পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন অনিতা দেবনাথ৷ তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, বিডিও শুভবত চক্রবর্তী, সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ, সমাজসেবী তপন দত্ত, সমাজসেবী শ্যামল দেবনাথ৷ অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য এল পি জি গ্যাস সংযোগ তুলে দেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?