অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। বছরের শেষপ্রান্তে এসে ফুটবলবিশ্বে ঘটে চলেছে ইন্দ্রপতন। ২৫ নভেম্বর সবাইকে স্তম্ভিত করে দিয়ে প্রয়াত হয়েছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। সেই শোক সামলে ওঠার আগেই চলে গেলেন ১৯৮২ বিশ্বকাপজয়ী ইটালি দলের সেরা আকর্ষণ পাওলো রোসি।
বৃহস্পতিবার ইটালি ফুটবল সংস্থা সেই খবর জানিয়েছে। বৃহস্পতিবার সকালে রাই স্পোর্টস চ্যানেল প্রথম এই খবর প্রকাশ করে। সেই চ্যানেলেই তিনি ফুটবল বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন।
সংস্থার প্রেসিডেন্ট এনরিকো ভারিয়ালে টুইট করেন, “আমাদের সকলের জন্যই খুব দুঃখের একটা খবর। পাওলো রোসি আর নেই।” এই খবর ছড়িয়ে পড়ার পরেই রোসির স্ত্রী কাপ্পেলেত্তি ফেদেরিকা ইনস্টাগ্রামে স্বামীর ছবি পোস্ট করে লেখেন, “চিরদিনের।” তবে তাংর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। প্রাক্তন জুভেন্টাস এবং এসি মিলানে এই ফুটবলারকে বিশ্বফুটবলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।
বিশেষ করে, ১৯৮২ স্পেন বিশ্বকাপে তাঁর দর্শনীয় ফুটবলের জন্য। ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ইটালি জিতেছিল ৩-১ গোলে। প্রথম গোল ছিল তাঁরই। তার আগে সেই বিশ্বকাপে ফেভারিট ব্রাজিলের বিরুদ্ধে উপহার দিয়েছিলেন দুর্দান্ত হ্যাটট্রিক।
সেমিফাইনালেও পোল্যান্ডের বিরুদ্ধে ছিল জোড়া গোল। সেই বিশ্বকাপে রোসি একই সঙ্গে জেতেন গোল্ডেন বল এবং গোল্ডেন বুট। সেই বছরেই পান ব্যালন ডিওর সম্মানও। ১৯৭৭ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি খেলেছিলেন ইটালি জাতীয় দলের হয়ে। দেশের হয়ে ৪৮ ম্যাচে করেন ২০ গোল।