অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। সারা দেশে অব্যহত রয়েছে কৃষক আন্দোলন। বিশেষ করে নয়াদিল্লিতে এই আন্দোলন সর্বোচ্চ মাত্রা পেয়েছে। কৃষকরা এই শীতের মধ্যেও তাঁদের দাবি আদায়ের জন্য রাজধানীর সীমান্তে রাস্তায় বসে আছেন। অন্যদিকে সরকার ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এবার আসল কথা হল কৃষকরা আসলে কত আয় করেন। দেশের দরিদ্র থেকে ধনী সকল মানুষের পেট ভরিয়ে আসলে অত্যন্ত কষ্টের মধ্যে নিজের জীবন যাপন করেন অন্নদাতারা। একটি সমীক্ষা অনুসারে, একজন ভারতীয় কৃষকের বার্ষিক গড় উপার্জন হয়, ৭৭ হাজার ১২৪ টাকা।
অর্থাৎ মাসে দাঁড়াচ্ছে, ৬,৪২৭ টাকা। অন্যদিকে তাঁদের মাসিক খরচও ৬ হাজারের বেশি।কৃষকদের সঞ্চয়ের খাতায় জমা হচ্ছে প্রায় শূন্য। প্রায়শই, কৃষকদের নিজের জীবিকার প্রয়োজনেই বীজ, সারের মতো উপকরণ কিনতে হয়। এরপর ওই কৃষকের হাতে অবশিষ্ট ধরা চলে কিছুই থাকে না। অন্যদিকে অনেকের মাথায় থাকে ঋণের বোঝা। রতি বছর দেশে প্রচুর কৃষকরা আত্মহত্যা করে চলেছেন, শুধুমাত্র অভাবের তাড়নায়। যদি রাজ্য ভিত্তিক কৃষকদের উপার্জনের গড় পর্যালোচনা করা হয় তবে সবার ওপরে রয়েছে পঞ্জাব। পঞ্জাবে কৃষকদের বার্ষিক গড় আয় ২ লক্ষ ১৬ হাজার ৭০৮ টাকা। যা কিনা মাসিক মাত্র ১৮ হাজার টাকার সামান্য বেশি। এই টাকা দেশের অন্নদাতাদের হিসেবে সর্বোচ্চ হলেও আসলে যে কোনও প্রাইভেট ফার্মে কর্মরত এক নবীন যুবকের সমান। অন্যদিকে বিহারের কৃষকদের আয় সবচেয়ে কম।