অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন শপিং কার্ট ফিচার, যা আপনাকে সাহায্য করবে একটি মাত্র মেসেজের মাধ্যমে প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের ক্যাটালগ ফিচারের সঙ্গে যুক্ত হয়েছে এই নতুন ফিচার। কোনো কোম্পানির ক্যাটালগ ব্রাউজ করার সময় আপনি এখন একসঙ্গে সব প্রয়োজনীয় জিনিস কার্টে অ্যাড করতে পারবেন।
এরপর একটি মাত্র মেসেজ করলেই আপনার কাজ শেষ। এর আগ পর্যন্ত, প্রতিটি জিনিসের জন্য বার বার মেসেজ করার প্রয়োজন পড়তো। ৮ ডিসেম্বর থেকে গোটা বিশ্বে এই ফিচার চালু হয়েছে। হোয়াটসঅ্যাপ একটি ভিডিও আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সহজেই দেখিয়ে দেওয়া হচ্ছে কীভাবে ব্যবহার করা যাবে এই কার্ট। ব্যবসায়ীরা হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাপে খুলতে পারেন নিজেদের বিজনেস অ্যাকাউন্ট।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অক্টোবরের শেষ দিকের হিসাবে ১৭৫ মিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন কোনো না কোনো বিজনেস অ্যাকাউন্টে মেসেজ করে অর্ডার করেন প্রয়োজনীয় সামগ্রী। শপিং সার্ভিসে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বাড়তে থাকায় এই সংস্থা নতুনভাবে বিনিয়োগ করছে বিজনেস ফিচারে। যার মধ্যে রয়েছে বিজনেস অ্যাকাউন্ট মেসেজ ম্যানেজ করার হোস্টিং সার্ভিস এবং মেসেজের মাধ্যমে কেনাকাটার জন্য নতুন সব ফিচার।