অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। কেন্দ্রীয় তথ্য কমিশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে যাওয়ার যাবতীয় খরচের হিসাব চাওয়া হয়েছিল। কিন্তু বায়ুসেনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণে তাঁর বিদেশ সফরের বিস্তারিত জানানো সম্ভব নয়। এমনকি, কেন্দ্রীয় তথ্য কমিশনের আর্জির প্রতিবাদে দিল্লি হাইকোর্টে একটি আবেদন করেছে বায়ুসেনা।
২০১৩ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে আবেদন করেছিলেন অবসরপ্রাপ্ত কমান্ডার লোকেশ বাত্রা। কেন্দ্রীয় তথ্য কমিশন এক নির্দেশে লোকেশকে তাঁর করা প্রশ্নের উত্তর বিস্তারিত জানাতে নির্দেশ দেয়। কিন্তু বায়ুসেনা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রীর বিদেশ সফর সংক্রান্ত তথ্য দেওয়া সম্ভব নয়। বায়ুসেনার পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়েছে, যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বিদেশ সফরের পুরো আনুষঙ্গিক তথ্য, প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যদের নাম-সহ বিভিন্ন বিষয়।
যেগুলি সামনে এলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে। দেশের সুরক্ষা, বৈজ্ঞানিক ও অর্থনৈতিক স্বার্থও ক্ষুণ্ন হতে পারে। বায়ুসেনার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় তথ্য কমিশন গোটা বিষয়টির গুরুত্ব বুঝতে ব্যর্থ। এই তথ্যগুলি অত্যন্ত স্পর্শকাতর। তাই ওই তথ্য প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু কমিশন সেই গুরুত্ব না বুঝেই তথ্য জানাতে নির্দেশ দিয়েছে। শুক্রবার এই আবেদনের শুনানি হতে পারে বলে খবর। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস-সহ বিরোধীরা। তাদের দাবি কোটি কোটি টাকা খরচ করে মোদি একের পর এক দেশ যাচ্ছেন।
কিন্তু তাতে দেশের কী লাভ হচ্ছে। উল্লেখ্য, প্রথমবার ক্ষমতায় এসে মোদি এমন কিছু দেশে গিয়েছিলেন যেসব দেশের সঙ্গে ভারতের এতদিন কোনও কূটনৈতিক সম্পর্ক ছিল না। সেই সব দেশে যাওয়ার জন্য বিমানযাত্রার খরচ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছিল। যা দেওয়া সম্ভব নয় বলে জানাল বায়ুসেনা।