দাদু হলেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি সকলকে এই খবর জানান

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। দাদু হলেন মুকেশ আম্বানি। বৃহস্পতিবার আকাশ ও শ্লোকার কোল জুড়ে এল পুত্রসন্তান। নীতা আম্বানি সকলকে এই খবর জানান। এদিন আম্বানি পরিবারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আজই মুম্বইয়ে এক পুত্রসন্তানের গর্বিত বাবা-মা হয়েছেন আকাশ ও শ্লোকা।মা


ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। ধীরুভাই ও কোকিলাবেন আম্বানির প্রপৌত্রকে স্বাগত জানাচ্ছেন তাঁরা। প্রথমবার ঠাকুমা ও দাদু হয়ে নীতা ও মুকেশ আম্বানি অত্যন্ত খুশি। এই নতুন সদস্যের আগমনে মেহতা ও আম্বানি পরিবারে খুশির সীমা নেই।’’ ২০১৯ সালের ৯ মার্চ বিয়ে হয় আকাশ ও হিরের ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোকার। নতুন সদস্য আগমনের খবরে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে আম্বানি পরিবারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?