অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। কেন্দ্র ও কৃষক প্রতিনিধিদের মধ্যে সপ্তম দফার আলোচনা ব্যর্থ হয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে শক্তি সঞ্চয় করে আন্দোলনে ঝাঁপানোর কথা ঘোষণা করেছেন কৃষকরা। এরই মধ্যে কৃষকদের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধি। বুধবার সন্ধ্যায় কৃষকদের সমর্থনে মুখ খুললেন কংগ্রেসের এই সাংসদ। রাহুল এদিন বলেন, মোদি সরকার বলছে নতুন কৃষি আইন কৃষকদের উন্নতির জন্য। তাদের আয় বাড়ানোর জন্য। সেটা যদি ঠিক হয় তাহলে কৃষকরা কেন এভাবে বিক্ষোভ দেখাচ্ছেন? দেশের উন্নতি ও অগ্রগতির মূলে রয়েছেন কৃষকরা।
তাঁদের অবমাননা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই কৃষকরা মাঠে নেমে রোদে পুড়ে জলে ভিজে কঠিন পরিশ্রম করেন। তাঁরা যে কোনও পরিস্থিতির জন্য সবসময় তৈরি থাকেন। কৃষকরা কাউকেই ভয় পান না। সরকারকে এটা বুঝতে হবে। মোদি সরকারের উচিত, কৃষকদের দাবি মেনে অবিলম্বে নতুন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া। রাহুল আরও বলেন, ইতিমধ্যেই আমরা রাষ্ট্রপতিকে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আমি মনে করি, রাষ্ট্রপতির উচিত মোদি সরকারকে সুপরামর্শ দেওয়া। সরকার যাতে এই তিন কৃষি আইন প্রত্যাহার করে নেয় সে বিষয়ে পরামর্শ দেওয়া। কংগ্রেস প্রথম থেকেই কৃষকদের এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে।
কিছুদিন আগে রাহুল গান্ধি নিজে ট্রাক্টরে চেপে কৃষক আন্দোলন শুরু করেছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি এই কৃষক আন্দোলন নিয়ে আর মুখ খোলেননি। শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যায় তিনি কৃষকদের পাশে দাঁড়ালেন। জানিয়ে দিলেন কৃষকরা কাউকে ভয় পায় না। উল্লেখ্য, তিন কৃষি আইন সংশোধন করার যে প্রস্তাব কেন্দ্র দিয়েছিল এদিন তা খারিজ করে দিয়েছেন কৃষকরা। সরকারের উপর চাপ বাড়াতে তাঁরা এই আন্দোলন দিল্লি-উত্তরপ্রদেশ, দিল্লি-রাজস্থান জাতীয় সড়কের উপর এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। একই সঙ্গে দিল্লিতে নাকাবন্দি করার পরিকল্পনাও রয়েছে কৃষকদের।