অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। সাতপাকে বাঁধা পড়লেন দেবলীনা কুমার-গৌরব চট্টোপাধ্যায়। বহুদিনের সম্পর্ককে পরিণতি দিলেন দুই তারকা। বৈদিক মতে কন্যা সম্প্রদান ছাড়াই বিয়ে সম্পন্ন হয়েছে। দেবলীনার বরাবর সেই ইচ্ছেই ছিল। করোনাকালে শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই সাতপাকে বাঁধা পড়েন দেবলীনা-গৌরব। বিয়ের দিন লাল বেনারসীতে একেবারেই বাঙালি বধূর সাজেই সাজতে দেখা গেল দেবলীনা কুমারকে।
নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন লুকোছাপা করেননি গৌরব ও দেবলীনা। অনুষ্ঠান-ইভেন্টে একসঙ্গে হাত ধরেই ঘুরেছেন। সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে ছবি দিয়েছেন একাধিকবার। নভেম্বরেই গৌরব-দেবলীনার বিয়ের খবর প্রকাশ্যে আসে। শোনা গিয়েছে, করোনার প্রকোপ না থাকলে বছরের শুরুতেই বিয়েটা সেরে ফেলতেন দুই তারকা।
বেশ ঘটা করেই তা করার ইচ্ছে ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে অনেক রাশ টানতে হয়েছে আয়োজনে। বিয়ের পিঁড়িতে বসার আগে গায়ে হলুদের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন দেবলীনা। শুধু তাই নয়, মঙ্গলবারই দেবলীনার মেহেন্দি অনুষ্ঠান হয়েছিল। মেহেন্দি হাতে আবার অভিনেত্রী সোজা জিমে চলে গিয়েছিলেন।
শরীরচর্চায় একটু খামতি দেননি। পায়ে আলতা, হাতে মেহেন্দি পরেই তুলে নিয়েছিলেন ১০ কেজি ওজন। নবদম্পতি দেবলীনা ও গৌরবকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার তারকারা। প্রসঙ্গত, গৌরবের এটা দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গৌরব। তবে তাঁদের সে সম্পর্কে টেকেনি।