স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১০ ডিসেম্বর।। বিশ্ব মানবাধিকার দিবসে নাগরিকদের অধিকার রক্ষায় সকল অংশের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার উদয়পুর জামতলা স্থিত সিপিআইএম বিভাগীয় কার্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচী পালন করে সি পিআইএম উদয়পুর বিভাগীয় কমিটি। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিআইএম গোমতী জেলা সম্পাদক মাধব সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সি পিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক মানিক বিশ্বাস সহ সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটি ও জেলা কমিটির নেতৃত্বরা। এইদিনের কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের জানান সিপিআইএম গোমতী জেলা সম্পাদক মাধব সাহা।