অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। এই মুহূর্তে কৃষক আন্দোলনে উত্তাল দেশ। কৃষকদের এই আন্দোলনের পিছনে রয়েছে চিন ও পাকিস্তানের উস্কানি। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য কৃষকদের প্রতি অসম্মানজনক বলে মনে করছেন কৃষকরা।
দিল্লির শিখ গুরুদোয়োরা ম্যানেজমেন্ট কমিটি জানিয়েছে, আন্দোলনকারী কৃষকদের অপমান করেছেন মন্ত্রী। কমিটির সভাপতি বলেন এস মনজিন্দর সিং সিরসা বলেন, কৃষকরা কখনওই দেশ বিরোধী নন। তাঁরা সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছেন। উল্লেখ্য, বুধবার মহারাষ্ট্রের জলনা জেলায় এক জনসভায় দানভে বলেন, দিল্লিতে কৃষকরা যে আন্দোলন করছে তার পিছনে রয়েছে চিন ও পাকিস্তানের মদত। এই আন্দোলনে চাষীদের কোনও স্বার্থ নেই।
মন্ত্রী আরও বলেন, প্রথমে মুসলিমদের উত্তেজিত করার চেষ্টা হয়েছিল।
তাদের বলা হয়েছিল এনআরসি আসছে। ছয় মাসের মধ্যে তাদের দেশ ছাড়তে হবে। কিন্তু আমি জানতে চাই একজন মুসলিমকেও কি দেশ ছাড়তে হয়েছে? শেষ পর্যন্ত মুসলিমদের উত্তেজিত করার চেষ্টা সফল হয়নি। মুসলিমদের উত্তেজিত করতে না পেরে এখন কৃষকদের পিছনে পড়েছে বিদেশি শক্তি। কৃষকদের বলা হচ্ছে নতুন কৃষি আইনে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু আদৌ হবেন না। বরং কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন করতে ও আয় বাড়াতেই নতুন আইন।
উল্লেখ্য, কিছুদিন আগে হরিয়ানার কৃষিমন্ত্রী জে পি দালালও কৃষক আন্দোলনের পিছনে চিন ও পাকিস্তানের হাত রয়েছে বলে জানিয়েছিলেন। এদিকে সরকারের সঙ্গে সপ্তম দফার আলোচনার পরও সমস্যার সমাধান না হওয়ায় কৃষকরাও আরও বৃহত্তর আন্দোলন করার পথে যাওয়ার পরিকল্পনা নিয়েছে।