অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। করোনা ভাইরাস কেড়ে নিয়েছিল পরিচালক রাজ চক্রবর্তীর বাবার প্রাণ। কয়েক মাস আগে চক্রবর্তী পরিবারে নেমে এসেছিল শোকের ছায়া। করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ ও তাঁর বাবা কৃষ্ণ চক্রবর্তী। রাজ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও বাড়ি ফিরে আসতে পারেননি পরিচালকের বাবা। তাই পিতৃহারা হতে হয়েছিল রাজ চক্রবর্তীকে। আর এবার সেই একই কারণে মাতৃহারা হলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিখ্যাত সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়।
গতকাল, বুধবার রাত দশটা নাগাদ প্রয়াত হয়েছেন বাবুলের মা সুমিত্রা বড়াল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছিলেন বাবুলের মা ও বাবা। দু’জনকেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তিন সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাবুকের মা।
এমনকি চিকিৎসকদের চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন প্রাথমিকভাবে তিনি। দু’সপ্তাহ পর পুনরায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। রির্পোট তখন নেগেটিভ আসে। হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন বাবুলের বাবাও। কিন্তু করোনামুক্ত হয়েও আর বাড়ি ফেরা হল না বাবুলের মায়ের।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত অনেক সমস্যা ছিল সুমিত্রা বড়ালের শরীরে। করোনামুক্ত হলেও তাঁর একাধিক অঙ্গ বিকল হয়ে যায়। শেষের দিকে চিকিৎসায় সাড়া নিচ্ছিলেন না তিনি। অবশেষে গতকাল, বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বাভাবিকভাবেই মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবুল সুপ্রিয়।